বানভাসি ডুয়ার্স, পাহাড় থেকে নামছে জল
ডুয়ার্সের বহু এলাকা জলমগ্ন। বেশ কয়েকটি নদীর জল বাড়ছে। পাহাড় থেকে নামছে জল।
কলকাতা : একে করোনা সংক্রমণের চিন্তা। তারমধ্যেই ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জুড়ে হুহু করে বাড়ছে জল। যার ফলে অনেক এলাকা প্লাবিত। টানা বৃষ্টি চলছে ডুয়ার্সে। ফলে তার একটা জলস্ফীতি তো রয়েছেই। তার সঙ্গে যোগ দিয়েছে ভুটান পাহাড়ের জল। যা প্রতিবারের মত এবারও হুহু করে নামছে। ভাসাচ্ছে বিস্তীর্ণ এলাকা।
পাহাড়ি এলাকা থেকে জল নেমে সমতলে প্লাবন নতুন কিছু নয়। এদিকে টানা বৃষ্টিতে হাতিনালার জল বেড়েছে। যারফলে বানারহাট, আমবারি এলাকায় জল হুহু করে বাড়ছে। বেশ কয়েকটি জায়গায় নদী ভাঙন পরিস্থিতি আরও জটিল করেছে। রেললাইনেরও ক্ষতি হয়েছে। এলাকায় জল বাড়তে থাকায় বহু মানুষ বিপদের মধ্যে পড়েছেন।
ডুডুয়া নদীর জলও বাড়ছে। যার হাত ধরে মুণ্ডাপাড়া, কাজিপাড়া সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল যেভাবে বাড়ছে তাতে দ্রুত মানুষকে প্রাণ বাঁচাতে এলাকা ছাড়তে হচ্ছে। অনেক মানুষকে উদ্ধার করে জলমগ্ন এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাখা হচ্ছে অস্থায়ী ক্যাম্পে।