ফুঁসছে মহানন্দা, মালদায় নদীর ধারের বাড়ি জলের তলায়
মালদার একটা অংশ জলমগ্ন হয়ে পড়েছে। মহানন্দা ফুঁসতে থাকায় নদীর ধারের এলাকা প্লাবিত।
কলকাতা : মহানন্দা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। যার জেরে বিহারের অনেক এলাকা জলের তলায়। মহানন্দার ভয়াল রূপ ক্রমশ আরও ভয়াবহ হচ্ছে। এবার বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদাতেও মহানন্দা তার রূপ দেখাতে শুরু করল। মালদার অনেক এলাকায় মহানন্দা বিপদসীমার ওপর দিয়ে বইছে।
পরিস্থিতি যা তাতে মহানন্দার জল আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মহানন্দার পার ধরে বসবাসকারী মানুষজন বাড়িঘর ফেলে অন্যত্র পাড়ি দিয়েছেন, উঁচু জায়গায় চলে গেছেন। নদীর তীরের অধিকাংশ কাঁচা ও পাকা বাড়ি জলের তলায় চলে গেছে। কেবল নজরে পড়ছে বাড়ির চাল। দোতলা বাড়ির একটা তলাই জলের তলায়। জল আরও বেড়ে চলেছে।
মহানন্দার পাড়ে বসবাসকারী প্রায় ২০ হাজার মানুষ ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন। আপাতত তাঁদের বাস অস্থায়ী শিবিরে বা কোনও পরিজনের বাড়িতে। করোনা পরিস্থিতির সঙ্গে বন্যার চেহারা খারাপের দিকে যাওয়া, জোড়া ফলার মত মানুষজনকে সমস্যায় ফেলেছে। এদিকে মহানন্দার জল বেড়েই চলেছে।