
মাছ ধরার ট্রলার থেকে পড়ে গভীর সমুদ্রে হারিয়ে গেলেন ৪ মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের কাছে বঙ্গোপসাগরে। কয়েকদিন আগে কাকদ্বীপ-নামখানা এলাকার বাসিন্দা ১৭ জন মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেন। গত শুক্রবার সমুদ্রে তাঁরা প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন। বেগতিক বুঝে ট্রলার নিয়ে ফের ডাঙার দিকে ফেরা শুরু করেন মৎস্যজীবীরা। তাঁদের দাবি, সেসময়ে সমুদ্র উত্তাল ছিল। ট্রলারের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হচ্ছিল। এমন সময়ে টেউয়ের দোলায় ৫ জন মৎস্যজীবী জলে পড়ে যান। তাঁদের উদ্ধারের চেষ্টা করেন অন্যরা। কিন্তু ওই প্রবল দুর্যোগে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের খোঁজ পাননি তাঁরা। পরে উপকূলরক্ষী বাহিনীকে খবর দেওয়া হলেও এখনও ওই ৪ মৎস্যজীবী নিখোঁজ।