State

মৎস্যজীবীদের আকাশপথে সতর্কবার্তা, সমুদ্র পারে মাইকিং

যশ ক্রমশ শক্তিশালী হচ্ছে। তাই মৎস্যজীবীদের সতর্ক করা শুরু করল উপকূলরক্ষী বাহিনী। শুরু হল সমুদ্র পারে মাইকিং করে মানুষকে সতর্ক করা।

ঘূর্ণিঝড় যশ শক্তিশালী হতে শুরু করেছে। আবহাওয়া দফতর মনে করছে আগামী ২৬ মে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে। তার আগেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকথা মাথায় রেখে আগে থেকেই মৎস্যজীবীদের সতর্ক করা শুরু করল উপকূলরক্ষী বাহিনী।

আরবসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় তাউতে-র প্রভাবে উত্তাল সমুদ্রে উল্টে গেছে একটি ভেসেল। মৃত্যু হয়েছে কয়েকজনের। এখনও নিখোঁজ অনেকে। সেকথা মাথায় রেখে যশ থেকে সাবধান করা শুরু হল।


উপকূলরক্ষী বাহিনীর তরফে সমুদ্র তটের কাছাকাছি থাকা মৎস্যজীবীদের ট্রলারের কাছে ভেসেল নিয়ে গিয়ে তাঁদের ফিরতে বলা হচ্ছে।

অন্যদিকে গভীর সমুদ্রে যেসব মৎস্যজীবীদের নৌকা চলে গিয়েছে মাছ ধরতে তাদের সতর্ক করতে আকাশপথে প্রচার চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। দ্রুত তাদের জেটিতে ফিরতে বলা হয়েছে।


আসন্ন ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে রাজ্যের উপকূলীয় এলাকার পর্যটনস্থলগুলিতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু হয়েছে। যদিও প্রায় লকডাউনের জেরে কোথাও সেভাবে পর্যটক নেই। তবু স্থানীয় মানুষকেও সচেতন করা হচ্ছে মাইকিং করে।

সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বিভিন্ন জায়গায় এই মাইকিং চলছে। মাইকিং হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকাগুলিতেও।

Show Full Article
Back to top button