
যে মেয়েটিকে বন্ধু ভালবাসে তাকে সেও পছন্দ করে। এটাই ছিল বন্ধুর প্রতি আক্রোশের একমাত্র কারণ। তাই বন্ধুকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতেই তাকে গঙ্গার পাড়ে ডেকে নিয়ে যায় সে। তারপর মাথায় একটা ভারী পাথর দিয়ে আঘাত করে। সেখানেই শেষ নয়। রক্তাক্ত মৃতপ্রায় বন্ধুকে এরপর গঙ্গার জলে ঠেলে ফেলে দেয় সে। পুলিশের জেরার মুখে সব কথাই স্বীকার করে নিয়েছে হাওড়ার দশম শ্রেণির ছেলেটি। ফলে পুলিশও নিশ্চিত যে খুনই হয়েছে তার সহপাঠী ইনামুল। ঘটনাটি বৃহস্পতিবারের। বন্ধুর ডাকে ইনামুল বাড়ি থেকে বার হওয়ার পর আর বাড়ি ফেরেনি। অবশেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পুলিশ তদন্তে নেমে আটক করে তারই এক বন্ধুকে। পুলিশ সূত্রের খবর, পুলিশের জেরার মুখে সবকিছু স্বীকার করে নেয় সে। কিন্তু কোথায় গেল ইনামুলের দেহ? না, সে খবর এখনও মেলেনি। গঙ্গায় তল্লাশি চলছে। আর চোখের জলে ছেলেকে শেষ দেখা দেখার জন্য অপেক্ষা করছেন তার মা-বাবা ও পরিবার।