রাজ্যে ফের টর্নেডো হানা, মিনিটে তছনছ এলাকা
গত মঙ্গলবার ব্যান্ডেলে আচমকা ২-৩ মিনিটের টর্নেডো হানা দেয়। তাতেই লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। একদম এক ছবি বৃহস্পতিবার সকালে দেখা গেল।
হুগলির ব্যান্ডেলের পর এবার উত্তর ২৪ পরগনার অশোকনগর। মাত্র ২ দিনের ব্যবধানে ফের হানা দিল টর্নেডো। এদিন সকালে আচমকাই অশোকনগরের বাসিন্দারা দেখেন আকাশের কালো মেঘ ঘূর্ণির আকারে নেমে এসেছে একদম জমি পর্যন্ত।
সেই ঘূর্ণি ক্রমশ এগোতে থাকে। বেশিক্ষণ নয়, মিনিট তিনেক মাত্র স্থায়ী হয় এই টর্নেডো। তারপর তা মিলিয়ে যায়। কিন্তু এই সামান্য সময়ের মধ্যেই তছনছ হয়ে যায় ২টি এলাকা।
৪০টির মত বাড়ির চাল উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে। অনেক বাড়ির ক্ষতি হয়েছে। দানব এই টর্নেডো দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। দ্রুত ঘরের জানালা দরজা বন্ধ করে দেন তাঁরা।
অশোকনগরে হওয়া এই টর্নেডোতে ২ জন আহত হয়েছেন। তার মধ্যে এক বালক রয়েছে। মূলক শক্তিনগর এলাকায় এই টর্নেডো আছড়ে পড়ে।
আবহবিদেরা আগেই টর্নেডো তৈরি নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন। এমনকি গত বুধবার যখন ঘূর্ণিঝড় যশ ল্যান্ডফল করছে তখন কলকাতায় তার তেমন প্রভাব না পড়লেও মুখ্যমন্ত্রী নিজে কলকাতাবাসীকে সতর্ক করে জানান দুপুর ১২টা পর্যন্ত তাঁরা যেন বাড়ি থেকে না বার হন। কারণ একটি টর্নেডো হানা দিতে পারে।
যদিও সেই টর্নেডো হানা দেয়নি। কিন্তু আবহবিদেরা মনে করছেন এখন টর্নেডো তৈরি হতেই পারে। যা দেখা গেল এদিন অশোকনগরে।