
ডায়মন্ডহারবারে ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনার ৭৮ দিনের মাথায় আদালতে এই চার্জশিট পেশ করা হল। চার্জশিটে তৃণমূল নেতা তাপস মল্লিক সহ ১৩ জনের নাম রয়েছে। মোষ চুরির অভিযোগে ডায়মন্ডহারবারে এক কলেজ ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় রাজ্য জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। ঘটনায় বেগতিক বুঝে প্রধান অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক রাতারাতি চম্পট দেয়। স্থানীয় মানুষজন তাপস মল্লিকের গ্রামে ভাঙচুর চালান। পরে গাড়িতে পালানোর সময় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাছে গ্রেফতার হয় তাপস মল্লিক।