কাঁকড়ায় কামড়, প্রাণ হারালেন তরুণী
সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক তরুণীর। অন্য কোনও কারণে নয়, নিছক কাঁকড়ার কারণে প্রাণ গেল তাঁর। গত মাসেও এক তরুণের প্রাণ গিয়েছিল কাঁকড়ার কারণে।
দিঘায় বেড়াতে গিয়ে প্রাণ গেল এক তরুণীর। কোনও দুর্ঘটনা নয়, নেহাতই এক কাঁকড়া প্রাণ কেড়ে নিল তাঁর। এমনটাও ভাবার কোনও কারণ নেই যে কাঁকড়ার কামড়ে প্রাণ গেছে। বরং কাঁকড়াকে কামড় দিয়ে প্রাণ গেছে ঋতিকা ভগত নামে ওই তরুণীর।
দিঘায় বেড়াতে এসে ওই ১৮ বছরের তরুণী বৃহস্পতিবার পরিবারের সঙ্গে একটি স্থানীয় রেস্তোরাঁয় খেতে যান। খাওয়া দাওয়ার সময় কাঁকড়ার একটি পদ নিয়েছিলেন সকলে। সেই কাঁকড়ার পদটি কেমন হয়েছে তা চেখে দেখেন ঋতিকা।
সামান্যই খেয়েছিলেন তিনি। তখন কিছু না হলেও পরে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
বীরভূমের বাসিন্দা ওই তরুণীর অ্যালার্জির সমস্যা ছিল। তারমধ্যেই তিনি কাঁকড়া খান। সেটাই কাল হল। তরুণীর মৃত্যু হল।
এর আগে গত নভেম্বরে কলকাতার এক তরুণও একইভাবে কাঁকড়া খেয়ে প্রাণ হারান। সৌম্যদীপ নামে ওই তরুণেরও অ্যালার্জির সমস্যা ছিল। তা সত্ত্বেও তিনি কাঁকড়া খাওয়ায় তার পরিণতি ভয়ংকর হয়।
দিঘায় রেস্তোরাঁ ছাড়াও সমুদ্রের ধারে মাছ ও কাঁকড়ার ছোট ছোট স্টল রয়েছে। সেখানে অনেকেই এগুলি চেখে দেখেন। সেখানেই কাঁকড়া খেয়ে একইভাবে শ্বাসকষ্ট হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছিল। পরপর ২ মাসে ২ জন একইভাবে কাঁকড়া খেয়ে সেই দিঘাতেই বেড়াতে এসে প্রাণ হারালেন।