
দুর্গাপুরে ১ পলিটেকনিক কলেজের ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হল। কলেজ কর্তৃপক্ষই ওই ছাত্রের বাড়িতে ফোন করে শনিবার জানায় যে ওই ছাত্রের পথ দুর্ঘটনায় আঘাত লেগেছে। তাকে দুর্গাপুরের ১টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ও দেহের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন ওই হাসপাতালে হাজির হয়ে সেখান থেকে অচেতন ছাত্রকে ১টি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানেই রবিবার সকালে মৃত্যু হয় ওই ছাত্রের। পরিবারের দাবি তাদের ছেলের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়। কলেজ কর্তৃপক্ষ তাদের আসল ঘটনা জানাচ্ছে না। এই মর্মে তারা পুলিশে অভিযোগও দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত ছাত্রের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।