State

ভোট না দিলে এবার নতুন প্রকল্প দুয়ারে প্রহার, উদয়নের মন্তব্যে ঝড়

বেফাঁস মন্তব্য করে নিজের পাশাপাশি তৃণমূলকে আক্রমণেরও রাস্তা খুলে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। ভোট না দিলে দুয়ারে প্রহার প্রকল্পের দাওয়াই শুনিয়েছেন তিনি।

রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। গত রবিবার একটি কর্মীসভায় উপস্থিত হয়ে তিনি যা বলেন তাতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তৃণমূল। অন্যদিকে বিরোধীরা সরব হওয়ার সুযোগ পেয়েছে। কী বলেছেন উদয়ন?

কর্মীসভায় উপস্থিত হয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন, রাজ্যসরকার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। মায়েদের কিছু বলা যায়না। তবে যে পুরুষদের বেসরকারিভাবে পুরসভা মারফত নারায়ণ ভাণ্ডারের সুযোগ দেওয়া হয়েছে, মিটিং মিছিলে মুখ দেখিয়েছেন, তাঁরা ভোট দেওয়ার সময় অন্য কিছু ভাবলে বিশ্বাসঘাতকতার জন্য একটি নতুন প্রকল্প চালু করা হবে দুয়ারে প্রহার। খোলা মঞ্চে দাঁড়িয়ে উদয়নের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হতে এরপর আর সময় নেয়নি।


দিনহাটা থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের কাছে সামান্য ভোটে হেরে যান উদয়ন গুহ। তবে বিজেপির নির্দেশে নিশীথ তাঁর সাংসদ পদ ধরে রেখে বিধায়ক পদ থেকে সরে দাঁড়ান।‌ ফলে দিনহাটায় উপনির্বাচন হয়।

সেই ভোটে বিশাল অঙ্কের ব্যবধানে জেতেন উদয়ন। সংগঠনে জোর দেওয়া উদয়ন কর্মীসভা করতে গিয়ে যে এভাবে নিজের কর্মী সমর্থকদের হুমকি দিয়ে বসবেন তা অনেকেই আন্দাজ করতে পারেননি।


আর সেখানেই বিজেপি সমালোচনার ধার বাড়িয়েছে। তবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উদয়নের এমন বক্তব্যের ক্ষেত্রে কি পদক্ষেপ করবে তা এখনও পরিস্কার নয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button