
হুগলির গোঘাটে ১ ব্যবসায়ীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা শত্রুঘ্ন মণ্ডল নামে ওই ব্যবসায়ীকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। পরে তাঁকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দেয় তারা। সোমবার বিকেলে তাগাদায় বার হয়েছিলেন ওই ব্যবসায়ী। তারপর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার কাকভোরে প্রাতঃভ্রমণ করার সময় কয়েকজনের নজরে পড়ে দশঘরা এলাকার পুকুরপাড়ে একটি গাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ ঝুলছে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশে এসে দেহটি গাছ থেকে নামায়। পাঠানো হয় ময়নাতদন্তে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বেলায় থানায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।