State

অনুব্রত মণ্ডলকে নিয়ে গেস্ট হাউসে সিবিআই, গ্রেফতার নয় আটক দাবি আইনজীবীর

গরু পাচার কাণ্ডে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে আটক করল সিবিআই। তাঁকে এদিন তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যান সিবিআই আধিকারিকরা।

সকালেই অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। এর আগে প্রায় ৯ বার সিবিআই ডেকে পাঠানো সত্ত্বেও দেখা করতে যাননি অনুব্রত। গরু পাচার কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও অনুব্রত নানা অজুহাতে তা এড়িয়ে গেছেন।

একদিন আগেও ২ সপ্তাহ সময় চেয়ে আইনজীবী মারফত সিবিআইকে চিঠি পাঠিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেসব যে তাঁরা আর গ্রাহ্য করতে রাজি নন তা সিবিআই আধিকারিকরা এদিন বুঝিয়ে দিলেন।


সকালেই বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। বাড়ির প্রধান ফটক আটকে দেওয়া হয়।

বাড়ির সকলের কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হয়। তারপর সেখানেই বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টদাকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা।


বেলা প্রায় ১১টা নাগাদ অনুব্রতকে বাড়ি থেকে আটক করে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। গাড়িতে নিয়ে রওনা দেন তাঁরা। সঙ্গে ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী।

নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মুড়েই অনুব্রতকে নিয়ে যাওয়া হয়। একটি হোটেলে মাঝে মিনিট দশেকর মত নামানো হয় তাঁকে। তারপর গাড়ি ফের রওনা দেয়। অবশেষে শীতলপুর গেস্ট হাউসে গাড়ি থামে। অনুব্রত মণ্ডলকে গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়।

অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলে যে খবর প্রথমে জানা গিয়েছিল তা সঠিক নয় বলেই দাবি করেছেন তাঁর আইনজীবী। সিবিআই তাঁকে ৪১এ ধারায় নোটিস দিয়েছে। যাতে আটক করা যায়, গ্রেফতার নয় বলেই দাবি করেছেন তিনি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button