
নদিয়ার গাংনাপুরে ১ ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হল বাবাকে। অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ও তার ভাই মিলে ছাত্রীর বাবাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায়। পরে যদিও পুলিশে অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত শিক্ষক ও তার ভাইকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, দশম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনই পড়তে যেত বছর ৬৫-র অমিত দেবনাথের কাছে। বয়স্ক শিক্ষকের কাছে পড়তে যাওয়ায় পরিবারও নিশ্চিন্ত ছিল। কিন্তু সরষের মধ্যেই যে ভূত লুকিয়ে তা কে জানত! অভিযোগ, ওই ছাত্রীর সঙ্গে নিজের ছবি ফেসবুকে আপলোড করার পাশাপাশি পড়ানোর অছিলায় ছাত্রীর শ্লীলতাহানিও করে অমিত দেবনাথ। এ কথা ওই ছাত্রী বাড়িতে জানালে তার বাবা রেগে ওই শিক্ষকের কাছে গিয়ে প্রতিবাদ জানান। সেই সময়েই তার ওপর চড়াও হয় শিক্ষক ও তার ভাই। পরে ২ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।