নুনের বদলে ডিটারজেন্ট পাউডার, মিড ডে মিল খেয়ে হাসপাতালে ছাত্ররা
মিড ডে মিলের রান্না নিয়ে নানা অভিযোগ প্রায়ই সামনে আসে। তবে এবার যা ঘটল তা অভিভাবকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
শনিবার মিড ডে মিলে খিচুরি হয়েছিল। স্কুলের পড়ুয়ারা প্রতিদিনের মতই মিড ডে মিল খেতে লাইন দিয়ে বসেও পড়ে। সকলের পাতে খিচুরি দেওয়া হয়। খাওয়া শুরু করে তারা। কিন্তু কিছুক্ষণ পরেই তারা পেটে অস্বস্তি অনুভব করে। এক এক করে পড়ুয়ারা বমি করতে শুরু করে দেয়।
দেরি না করে ১২ জন পড়ুয়াকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন বেশি দূরের বড় হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার সময় ছিলনা। কাছের গ্রামীণ হাসপাতালেই ভর্তি করা হয় সকলকে।
কিন্তু এমন কি হল যে মিড ডে মিলের খিচুরি খেয়ে এভাবে অসুস্থ হয়ে পড়ল ছাত্ররা? তা খতিয়ে দেখতে গিয়ে কার্যত মাথায় হাত পড়েছে।
প্রাথমিক তদন্তের পর জানা গেছে, মিড ডে মিল রান্নার সময় খিচুরিতে নুন দেওয়ার বদলে নুনের প্যাকেট ভেবে ডিটারজেন্ট পাউডারের প্যাকেট তুলে নেন যিনি রান্না করছিলেন তিনি।
তারপর নুন মনে করে রান্নায় পরিমাপমত ডিটারজেন্ট ছড়িয়ে দেন। যা খিচুরির সঙ্গে মিশে যায়। আর তা খাওয়ার সময় পেটে গিয়েই এই পরিস্থিতি হয় ছাত্রদের।
যদিও ১২ জন ছাত্রই বিপন্মুক্ত। ১১ জন পরে ছাড়াও পায় হাসপাতাল থেকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারের চিলিমপুর প্রাথমিক বিদ্যালয়ে। যিনি রান্না করেছিলেন তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা।