আকাশে অন্যদেশের এফ-১৬ যুদ্ধবিমানের গর্জন, বুক কাঁপল রাজ্যবাসীর
আকাশে যুদ্ধবিমানের গর্জন বুক কাঁপিয়ে দিল সাধারণ মানুষের। এমন এক অত্যাধুনিক যুদ্ধবিমান এ রাজ্যের আকাশে কি করছে তা বুঝে উঠতে পারলেননা কেউই।
দেশের ভাণ্ডারে যেসব যুদ্ধবিমান রয়েছে তাদেরও সাধারণভাবে আকাশে উড়তে দেখা যায়না। সেখানে দেশের সমরসজ্জার ভাণ্ডারে না থাকা একটি যুদ্ধবিমান পশ্চিমবঙ্গের আকাশে কেন পাক খাচ্ছে তা কিছুতেই বুঝতে পারলেননা সাধারণ মানুষ। ফলে একটা অজানা আতঙ্ক পেয়ে বসল তাঁদের।
অন্য দেশের যুদ্ধবিমান এ দেশের আকাশে এভাবে তো ঢুকতেই পারেনা। অথচ এখানে এভাবে আস্ফালন দেখাচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান। তাও আবার সেই বিমান যা পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারেও রয়েছে!
এফ-১৬ যুদ্ধবিমানগুলি পশ্চিমবঙ্গের আকাশের বুক চিরে পৌঁছে যায় কলাইকুণ্ডায়। সেখানে অবতরণ করে। তবে এগুলি পাকিস্তানের নয়, সিঙ্গাপুরের যুদ্ধবিমান।
সিঙ্গাপুরের যুদ্ধবিমান পশ্চিমবঙ্গের আকাশে কি করছে? সিঙ্গাপুর ও ভারতীয় বায়ুসেনা এক যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। প্রথমে তারা আলাদা আলাদা ভাবে মহড়া করেছে। এখন যৌথভাবে মহড়া দিচ্ছে।
কলাইকুণ্ডা বিমানঘাঁটি থেকে এই মহড়া চলছে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। তারজন্যই এ রাজ্যে হাজির হয়েছে রিপাবলিক অফ সিঙ্গাপুর এয়ার ফোর্স-এর এফ-১৬ যুদ্ধবিমান।
এই যৌথ মহড়ায় কলাইকুণ্ডার কাছের যে ফায়ারিং ও বম্বিং রেঞ্জ রয়েছে তাকে পুরোদমে কাজে লাগানো হচ্ছে। বোমাবর্ষণ, বিমান থেকে গুলি চালনা এবং ক্ষেপণাস্ত্রকে নির্ভুল লক্ষ্যে ছোঁড়া, যৌথ মহড়ায় এ সবই পরীক্ষা করে দেখা হবে।
এই সব পরীক্ষা করার জন্য কলাইকুণ্ডার কাছে দুধকুণ্ডিকে বেছে নেওয়া হয়েছে। কারণ এখানেই এই ধরনের পরীক্ষা করা হয়ে থাকে।