পুরনো জিনিস রাস্তায় ফেলে দেবেন না, সাইকেল নিয়ে রাজ্যের সর্বত্র ঘুরে বার্তা শিক্ষকের
পুরনো জিনিসপত্র আর ব্যবহার না করতে চাইলে তা রাস্তায় ফেলে দেবেন না। এই বার্তা নিয়েই রাজ্যের সর্বত্র সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যোগ শিক্ষক।
মূলত ২টি বার্তাকে বাংলার সব মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর প্রাথমিক লক্ষ্য। এজন্য তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। সাইকেল নিয়েই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলছেন তিনি।
জায়গায় জায়গায় পৌঁছে সকলকে বোঝাচ্ছেন জিনিসপত্র বাড়িতে ব্যবহার করার পর তা পুরনো হলে অনেক সময় তা ফেলে দেওয়া হয়। কিন্তু তা না ফেলে দিয়ে জিনিসটার প্রয়োজন রয়েছে এমন কাউকে দিয়ে দেওয়া উচিত।
কারণ যোগ শিক্ষক রোশন মুন্সি মনে করেন এ রাজ্যেই মানুষ ২ ভাগে বিভক্ত। একদল মানুষ ফেলে ছড়িয়ে ব্যবহার করছেন। অন্যদল প্রয়োজন থাকলেও তা কিনতে পারছেন না।
এঁদের মধ্যে একটা সমন্বয় সেতু তৈরি করে প্রয়োজন মেটানোর ওপর জোর দিতেই রোশন পুরনো জিনিস না ফেলে কাউকে দিয়ে দেওয়ার বার্তা দিতে চাইছেন।
পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রোশন মুন্সি তাঁর দ্বিতীয় বার্তা পৌঁছে দিচ্ছেন প্রত্যন্ত এলাকার স্কুলে স্কুলে। রাজ্যের কোণায় কোণায় এমন বহু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের শরীর ও মনকে সুস্থ রাখতে যোগের প্রয়োজনীয়তার পাঠ দিচ্ছেন রোশন।
তাদের স্কুলে পৌঁছে রোশন সেখানেই একটি জায়গা খুঁজে তাদের যোগ প্রশিক্ষণ দিচ্ছেন। যাওয়ার আগে বলে যাচ্ছেন নিয়মিত যোগাভ্যাসের কথা।
২টি বার্তা নিয়ে তাঁর এই সাইকেলে রাজ্য ভ্রমণে আরও কিছু বিষয়েও মানুষকে সচেতন করার চেষ্টা করছেন রোশন মুন্সি। যার মধ্যে রয়েছে জল সংরক্ষণ, মানুষে মানুষে সৌভ্রাতৃত্বের প্রয়োজনীয়তার পাঠও।