সুন্দরবনে রাজাদের রাজত্বের সীমানা আরও বাড়ছে
সুন্দরবনের রাজা তারা। তাদের যেমন মানুষ সমীহ করে তেমনই তাদের খ্যাতি বিশ্বজোড়া। তাদের এবার রাজত্বের সীমানা আরও বাড়তে চলেছে।
সুন্দরবনের রাজাদের দখলে আসতে চলেছে আরও জমিজমা। ফলে তাদের রাজত্বের সীমা আরও বাড়ছে। আরও ছড়িয়ে জীবন কাটাবে তারা। এটাই সিদ্ধান্ত হয়েছে। এর পিছনে কারণও রয়েছে।
হলুদ কালো ডোরার সুন্দরবনের রাজাদের সংসার অনেকটাই বড় হয়েছে। গত ৪ বছরে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেখানে তাদের সংসারে সদস্য সংখ্যা ২০১৮ সালে ছিল ৯৬, সেখানে ২০২২ সালে তা গিয়ে ঠেকেছে ১২৩ থেকে ১২৫-এ। সংসার বড় হলে নতুন সদস্যদের জন্য জায়গার দরকারও বাড়ে। সেই জায়গার ব্যবস্থা করে দিতে এবার তৎপর হল বন দফতর।
সুন্দরবনের রাজা যে রয়্যাল বেঙ্গল টাইগার তা নিয়ে দ্বিমত নেই। তাদের সংখ্যা বৃদ্ধি বন দফতরের জন্য খুশির খবর। সেইসঙ্গে তাদের থাকার ব্যবস্থাও করার কথা ভাবতে হচ্ছে আধিকারিকদের।
ফলে আগামী দিনে সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গের আওতায় পড়ছে সেখানে কোর এরিয়া আরও বাড়ানোর পথে হাঁটছে বন দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একটা অংশে সুন্দরবন অবস্থিত।
সেখানে কেবলমাত্র বাঘদের নিশ্চিন্ত বসবাসের জন্য যে কোর এরিয়া এখন চিহ্নিত করা আছে সেই অঞ্চল আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এমনই সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন এক আধিকারিক।
যা বাড়লে বাঘদের পক্ষে আরও ছড়িয়ে বসবাস সুবিধার হবে। এজন্য এলাকা চিহ্নিত করার কাজ শুরু হতে চলেছে। তবে এটাও ঠিক যে কোর এরিয়া বাড়ানোর সিদ্ধান্ত হলেই যে কাজ হয়ে যাবে তা নয়। এটা সম্পূর্ণ করতে অনেক সময় লাগবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা