কোপাই ফুঁসছে, জলের তলায় সতী পীঠ কঙ্কালীতলা
এ মন্দির সতী পীঠগুলির একটি। এখানে সারাবছরই ভক্তের ঢল নেমে থাকে। সেই মন্দির চত্বর এখন জলের তলায় চলে গেছে। এক বুক জলে বন্ধ পুজোপাঠ।
এ রাজ্যের সতী পীঠগুলির অন্যতম কঙ্কালীতলা। বীরভূমের এই সতী পীঠ এক বিশাল চত্বরের মাঝে অবস্থিত। সাজানো সুন্দর চত্বর। যেখানে মন্দিরে ভক্তরা আসেন। পুজো দেন। মন্দির চত্বরের প্রাকৃতিক সৌন্দর্য, ছিমছাম পরিবেশ, তাঁদের মন ছুঁয়ে যায়।
কোথাও গাছের তলায় মানুষ বসে বিশ্রাম নেন। সময় কাটান। কোথাও আদিবাসী রমণীরা নেচে চলেন গানের তালে তালে। বীরভূমের এই সতী পীঠে সারাবছর ভক্তের ভিড় লেগে থাকলেও এখন সেখানে কেউ নেই। ভক্তেরা এলেও ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কারণ মন্দির চত্বরে প্রবেশ করাই অসম্ভব হয়ে উঠেছে।
কোপাই নদী এখন ফুঁসছে। কোপাইয়ের জল ঢুকে কঙ্কালীতলা মন্দির চত্বরকে জলের তলায় নিয়ে চলে গেছে। এই পরিস্থিতিতে পুজোপাঠও বন্ধ। মন্দির সংলগ্ন দোকানপাটও সব বন্ধ। চারিদিকে কেবল জল আর জল।
জল যে নামবে এমন আশাও এখনই দেখা যাচ্ছেনা। কারণ বৃষ্টি হচ্ছে। ফলে কোপাইয়ের জল কিছুটা নামার সম্ভাবনা নেই। আর কোপাই নদীর জল না নামলে মন্দির চত্বর থেকে জল স্বাভাবিক নিয়মে নামা মুশকিল। সেক্ষেত্রে প্রয়োজনে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হতে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষ।
বীরভূম জুড়েই ভাল বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের কারণে গত কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি আরও ঘোরাল করেছে। তবে এখন ক্রমে নিম্নচাপটি ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশের দিকে সরে যাচ্ছে। ফলে পরিস্থিতি উন্নতির আশা দেখছে বীরভূম প্রশাসন। ভক্তরাও অপেক্ষায় কঙ্কালীতলায় কবে জল নামবে তার।