দার্জিলিংয়ে গেলে হোটেলে ঘর পাবেনা, কাদের জন্য ফতোয়া জারি হোটেল সংগঠনের
দার্জিলিংয়ে দেশ বিদেশ থেকে মানুষ ঘুরতে আসেন। সকলেই সেখানে হোটেলে ঘর পাবেন। কেবল কাদের তাঁরা ঘর দেবেনা পরিস্কার করে দিল হোটেল সংগঠন।
দার্জিলিংয়ে বেড়াতে গেলে বা অন্য কোনও কাজে গেলে হোটেলেই থাকতে হয়। সেক্ষেত্রে হোটেলে ঘর পাওয়া জরুরি। অনেকে আগাম বুকিং করে যান। কেউ আবার সেখানে পৌঁছে হোটেলে খোঁজ নিয়ে ফাঁকা পেলে ঘর নেন।
দার্জিলিংয়ে হোটেলের অভাব নেই। পর্যটকেরও অভাব নেই। তবে এবার থেকে দেশ বিদেশের যে প্রান্ত থেকেই কেউ আসুন না কেন হোটেলে ঘর ফাঁকা থাকলে পাবেন। কেবল একটি দেশের মানুষ ছাড়া। কারণ তাঁদের ঘর দেওয়া হবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং জেলার হোটেল সংগঠন।
গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলাদেশ থেকে আসা কাউকে দার্জিলিংয়ে হোটেল দেওয়া হবেনা। বাংলাদেশের নাগরিক হলে দার্জিলিংয়ের কোনও হোটেলে তাঁদের জায়গা হবেনা।
কেন এমন সিদ্ধান্ত? হোটেল মালিকরা তাঁদের হোটেলে থাকা সব অতিথির সুরক্ষা সুনিশ্চিত করতে চান। আর এখন যা পরিস্থিতি তাতে বাংলাদেশের কোনও নাগরিককে হোটেলে ঘর দিয়ে হোটেল মালিকরা তাঁদের অন্য অতিথিদের সুরক্ষা নিয়ে কোনও আপস করতে রাজি নন।
বাংলাদেশের নাগরিক হলে দার্জিলিংয়ের কোনও হোটেলে ঘর না দেওয়ার সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে বলেও জানানো হয়েছে। যতক্ষণ না পরবর্তী কোনও নোটিস তারা জারি করে।
হোটেল সংগঠন আরও জানিয়ে দিয়েছে যে যদি এ নিয়ে এর মধ্যে প্রশাসনের তরফ থেকেও কোনও নির্দেশ দেওয়া হয় তাহলে তারা তা মেনে চলবে। এরপরে বাংলাদেশের কোনও নাগরিকের পক্ষে দার্জিলিংয়ের কোথাও হোটেলে কোনও ঘর পাওয়া মুশকিল হয়ে গেল।