State

সীমান্তের ধারে সোয়েটার কম্বল বিক্রি করছে ওরা কারা, পুর চেয়ারম্যানের প্রশ্নে নতুন চিন্তা

ভারত বাংলাদেশ সীমান্তের ধারে সোয়েটার কম্বল বিক্রি শুরু হয়েছে। একাধিক জায়গায় তা হচ্ছে। ওরা কারা সে প্রশ্ন তুললেন খোদ পুর চেয়ারম্যান।

ভারত ও বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রয়েছে তার একটা বড় অংশ পশ্চিমবঙ্গে। যার একটি অংশ পড়ছে উত্তর ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনার অন্যতম পুরসভা বনগাঁ। এই বনগাঁ পুরসভার একটা অংশে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত।

সেই অংশে অনেক জায়গায় কিছু মানুষ সোয়েটার, কম্বল সহ নানা ধরনের গরম পোশাক বিক্রি করছেন। এরা কারা সে সম্বন্ধে বনগাঁ পুরসভার কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই।


আপাত দৃষ্টিতে তারা কাশ্মীরের মত জায়গা থেকে শীতের দিনে এখানে গরমের পোশাক বিক্রি করতে এসেছে বলে মনে হচ্ছে ঠিকই, কিন্তু তাদের সঠিক পরিচয় অজানা। একথা জানিয়ে পুলিশের কাছে চিঠি দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

আন্তর্জাতিক সীমান্তের গা ঘেঁষে এভাবে নানা জায়গায় আচমকা শীতের পোশাকের হকারি শুরু হয়ে যাওয়াটা যে তাঁর চোখে সন্দেহজনক ঠেকেছে তাও পরিস্কার করেছেন গোপাল শেঠ।


এরা সত্যিই গরম পোশাক বিক্রেতা নাকি গরম পোশাক বিক্রেতা সেজে কোনও নাশকতামূলক পরিকল্পনা নিয়ে এখানে হাজির হয়েছে তা জানার জন্য পুলিশকে অনুরোধ করেছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান।

যেহেতু সীমান্তে এই সব স্টল রাতারাতি গজিয়ে উঠছে তাই তা দেশের ও স্থানীয় মানুষের সুরক্ষার জন্য একটা বড় প্রশ্ন হতে পারে বলে মনে করছেন গোপালবাবু।

তাই তিনি আগেভাগেই বিষয়টি নিয়ে পুলিশকে সতর্ক করেছেন। এরা যে শুধু গরম পোশাকের স্টল দিচ্ছে এমনটাই নয়, তারা থাকার জন্য সীমান্ত লাগোয়া এলাকায় ঘর ভাড়াও করছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button