
ঢেউ উঠছে ৩৫ ফুট পর্যন্ত। তারপর আছাড় খেয়ে পড়ছে সমুদ্র সৈকতে। গার্ডওয়াল পেরিয়ে সমুদ্রের বিশাল জলরাশি ঢুকে আসছে শহরের ভিতরে। জলে ভেসে যাচ্ছে বাজার থেকে রাস্তা। সমুদ্রের জল শহরের ভিতরে ঢুকে আসায় ছড়িয়েছে আতঙ্ক। শনিবার সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র। বাধ না মানা দানব ঢেউ একের পর এক আছাড় খাচ্ছে পিচ ঢালা রাস্তায়। গত কয়েক বছরে জলোচ্ছ্বাসের এমন রুদ্ররূপ চাক্ষুষ করেননি দিঘাবাসী। শনি, রবিবার উইকএণ্ড। আর উইকএণ্ডে ১ রাতের জন্য কাছেপিঠে ঘুরে আসতে অনেকেই বেছে নেন দিঘার সমুদ্র সৈকতকে। ফলে শনিবার পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। যদিও এদিন সমুদ্র স্নান দূরে থাক, সমুদ্রের ধারে কাছেও পর্যটকদের ঘেঁষতে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। অবস্থার দিকে কড়া নজর রাখা হচ্ছে।