
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে স্কুলের ক্লাসেই বন্ধ করে বাড়ি চলে গেলেন শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জামবনি প্রাথমিক স্কুলে। যদিও শিক্ষিকা জানিয়েছেন, তিনি না জেনেই একাজ করেছেন। দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী প্রিয়া মণ্ডল মুক ও বধির। ফলে সে ক্লাসে থেকে গেলেও চেঁচিয়ে কাউকে ডাকতে পারেনি। এদিকে সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় স্কুলে খুঁজতে যান অভিভাবকরা। ছিলেন গ্রামের লোকজনও। তাঁদেরই একজন স্কুলের একটি ক্লাসরুমের জানালা দিয়ে প্রিয়াকে ক্লাসে একা বসে থাকতে দেখেন। তারপরই তাকে স্কুল থেকে উদ্ধার করা হয়। শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলেছেন প্রিয়ার পরিবার ও গ্রামের লোকজন। এদিকে বাড়ি ফেরার পর প্রিয়া ভালই আছে।