
নদিয়ার তেহট্টে এক মুক ও বধির মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনা ঘটল। শনিবার রাতে ঘরে শুয়ে ছিলেন ওই মহিলা। অভিযোগ সেসময়ে বাইরের জানলা দিয়ে হাত বাড়িয়ে তাঁর গায়ে অ্যাসিড ছোঁড়ে এক দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নদিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। আপাতত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। এদিকে মাস খানেক আগেই ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। পরে যদিও দুই বাড়ি নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেয়। ধর্ষণ ও এদিনের অ্যাসিড হামলার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখেছে পুলিশ।