
থামল বাঁচার লড়াই। অবশেষে মৃত্যু হল হুগলির তারকেশ্বরে অ্যাসিড হামলার শিকার মহিলা জ্যোৎস্না দাসের। রবিবার সকালে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত ২৪ জুলাই রাতে তিনি ছেলেকে নিয়ে ঘরে ঘুমচ্ছিলেন। অভিযোগ হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলতেই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছেলেও অ্যাসিডে জখম হয়। তবে তার আঘাত গুরুতর ছিলনা। এদিকে সেদিন থেকে যমে মানুষে টানাটানির পর রবিবার জ্যোৎস্না দেবীর মৃত্যু হয়। অভিযোগ পাড়ায় প্রকাশ্যে মদ্যপানের বিরোধিতা করেছিলেন ওই মহিলা। তারই প্রতিশোধ নিতে তাঁর ওপর অ্যাসিড হামলা হয় বলে মনে করছে পুলিশ। ঘটনায় শেখ নূর আলি নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে।