
উত্তর ২৪ পরগনার শ্যামনগর স্টেশনে এক ব্যবসায়ীকে গুলি করে পালাল এক দুষ্কৃতী। দিনেদুপুরে স্টেশন চত্বরে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই লটারি ব্যবসায়ীকে দ্রুত স্থানিয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, তাঁর কাছে লক্ষাধিক টাকার একটি ব্যাগ ছিল। ২নং প্ল্যাটফর্মে আসার সময় ফুটব্রিজে তাঁর পথ আটকায় এক ব্যক্তি। তারপর অল্প দূরত্ব থেকে তাঁকে গুলি করে সে। হাত থেকে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। তারপর উল্টোদিকে দৌড় লাগায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে আততায়ী সম্বন্ধে আরও জানার চেষ্টা করছে তারা।