
মাছ ধরতে কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার। তখন আবহাওয়া ভালই ছিল। কিন্তু তারপর থেকেই ক্রমশ ঘূর্ণাবর্ত সক্রিয় হতে থাকে বঙ্গোপসাগরে। দ্রুত তা নিম্নচাপের চেহারা নেয়। যার জেরে উত্তাল হয়ে ওঠে সমুদ্র। এই অবস্থায় গত মঙ্গলবার মাঝ সমুদ্রে হারিয়ে যায় ৪-৫টি মাছ ধরার ট্রলার। যাতে মোট ৭০ জন মৎস্যজীবী ছিলেন। কিছুতেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অগত্যা তাঁদের খুঁজতে হলদিয়া থেকে ৩টি হোভারক্রাফ্ট ও পারাদ্বীপ থেকে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ রওনা দেয়। একদিন বেপাত্তা থাকার পর অবশেষে বুধবার দুপুরে ট্রলারগুলির সঙ্গে ফের যোগাযোগ করা সম্ভব হয়।
ট্রলারগুলিকে ফিরিয়ে আনা হচ্ছে। এদিকে উত্তাল বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত ঘটাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। হুহু করে বাড়ছে বিভিন্ন নদীর জল।