
মদের ঠেকের প্রতিবাদ করে রাজ্যের দুই প্রান্তে আক্রান্ত হলেন ২ প্রতিবাদী। প্রথম ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ধূপগুড়িতে। এখানে একটি দোকানের পাশে রোজ বসছিল চোলাই মদের ঠেক। প্রথম থেকেই তার প্রতিবাদ করে আসছিলেন দোকান মালিক। অভিযোগ এদিন তিনি ফের রুখে দাঁড়ালে তাঁকে লোহার রড দিয়ে বেদম মারধর করা হয়। মারের চোটে ব্যবসায়ীর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। অভিযোগ ২ দাদার চোলাই মদের কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাদেরই ছোটভাই। ছোটভাইয়ের এই ‘বেয়াদপি’ মেনে নিতে পারেনি মদের কারবারি ২ দাদা। ছোট ভাইকে বেদম মারধর করে তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।