
ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর প্রতিবাদ করতে গিয়ে ফের আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবল। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে। কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলের দাবি, শুক্রবার সকালে উত্তরপাড়া থেকে সওয়ারি নিয়ে কলকাতায় আসছিল একটি ওলা গাড়ি। বালির কাছে তিনি লক্ষ্য করেন ওলার চালক সিট বেল্ট না বেঁধেই গাড়ি চালাচ্ছেন। তখনই গাড়িটি দাঁড় করান তিনি। ট্রাফিক আইন না মানায় ওলার চালককে কেস দেওয়ার জন্য ডাকেন। তখনই গাড়ি থেকে বেরিয়ে ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবলের সঙ্গে বচসা জুড়ে দেয় ওই চালক। অভিযোগ অশ্রাব্য ভাষায় পুলিশকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে চালক। এমনকি খুনেরও হুমকি দেওয়া হয় কর্তব্যরত ওই ট্রাফিক সার্জেন্টকে। চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে রাস্তায় লোক জমে যায়। তাঁরাই ওলা চালককে পাকড়াও করেন। পরে তাকে আটক করে পুলিশ। ফের কর্তব্যরত পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।