
শনিবার দুপুরে জমিয়ে ফুটবল খেলার তোড়জোড় শুরু করেছিল স্থানীয় কিশোররা। সেই সময়েই বিপত্তি। টানা বৃষ্টির জেরে ভেজা মাঠে গোল পোস্টের রড পুঁতছিল তারা। হঠাৎই মাঠের ধারে ঝুলতে থাকা খোলা তারে লেগে যায় লোহার বারপোস্টের কোণা। বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৩ জন কিশোর। হৈহৈ পড়ে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। দ্রুত আহত কিশোরদের স্থানীয় ডেবরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ১৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ডেবরা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।