
সিউড়ি সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করল বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দি। তাদের পালানোর চেষ্টা রুখতে গিয়ে আহত হলেন সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার সহ বেশ কয়েকজন কারারক্ষী। আহত কারারক্ষীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ। এই সময়ে ২ বন্দির মধ্যে মারপিট শুরু হয়। সেই সমস্যা মেটাতে কারারক্ষীরা ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করে কয়েকজন বন্দি। ওয়েলফেয়ার অফিসার ও কারারক্ষীদের বিষয়টা নজর এড়ায়নি। পালানো আটকাতে কারারক্ষীরা ছুটে গেলে তাঁদের সঙ্গে হাতাহাতি শুরু হয় ওই বন্দিদের। তাতেই গুরুতর চোট পান কয়েকজন কারারক্ষী। পরে অবস্থা আয়ত্তে আসে। তবে পালানোর চেষ্টা বানচাল হয়ে যায়।