
শান্তিনিকেতনের পাশেই রূপপুর গ্রাম। আদিবাসী অধ্যুষিত গ্রামে বুধবার দিনভর কাটল উত্তেজনা বিরাজ করল। বাদ গেল না বোমাবাজি, মারামারি, বাড়ি বাড়ি ঢুকে ভাঙচুর। গ্রামবাসীরা অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের স্থানীয় নেতা শেখ নুরুলের বিরুদ্ধে। অভিযোগ এখানে একটি ২২ বিঘা জমি রয়েছে। যেখানে দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন গ্রামের লোকজন। ফলে তাঁদের দাবি, বছরের পর বছর চাষের সুবাদে এই জমি এখন তাঁদের। অন্যদিকে কিছুদিন আগে নাকি এই জমি কিনে নিয়েছেন কলকাতার এক প্রোমোটার। অভিযোগ তারপর থেকেই ওই জমি দখলে নেওয়ার জন্য তৃণমূলের স্থানীয় নেতৃত্ব লোকজন পাঠিয়ে ভয় দেখাচ্ছে। বুধবার গ্রামের দক্ষিণ হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন স্কুলের সামনেই বোমা পড়ে। আতঙ্কে ছাত্রছাত্রীদের তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেন শিক্ষকরা। গ্রামবাসীদের অভিযোগ তাঁদের বাড়ি বাড়ি ঢুকে হামলা চালানো হয়েছে। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। দুষ্কৃতীরা সকলেই শেখ নুরুলের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন তাঁরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শেখ নুরুল। তাঁর দাবি, দলের মানা আছে। তাই কোনও জমি দখলের চেষ্টা তাঁরা করেননি।