
দিঘার সমুদ্র সৈকতের ধারের ঝাউবন থেকে উদ্ধার হল এক বছর ২৫-এর তরুণীর দেহ। শনিবার সকালে ওই তরুণীর দেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। দিঘা মোহনা থানার পুলিশ পুলিশ এসে দেহটি উদ্ধার করে। তরুণীর দেহে তেমন আঘাতের চিহ্ন না থাকলেও গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের ধারণা তরুণীকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়। প্রাথমিক তদন্তের পর স্বতঃপ্রণোদিত হয়েই ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও তরুণীর পরিচয় জানা না যাওয়ায় তদন্তে বেগ পেতে হচ্ছে তাঁদের। স্থানীয় সব পুলিশ স্টেশনেই তরুণীর ছবি পাঠিয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ।