আইকোর সংস্থার কর্ণধার রাধেশ্যাম গিরিকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। এদিন কাঁথির একটি সমবায় সমিতি থেকে টাকা তুলতে আসার কথা ছিল তাঁর। সে খবর কোনওভাবে পৌঁছে যায় আইকোরে টাকা রাখা আমানতকারীদের কানে। সেইমত এদিন সকালে কাঁথির ওই সমবায় সমিতির সামনে লুকিয়ে অপেক্ষায় ছিলেন তাঁরা। রাধেশ্যাম গিরি সমবায় সমিতি থেকে ৩৬ লক্ষ টাকা নিয়ে বার হতেই তাকে ঘিরে ধরেন আমানতকারীরা। তাঁকে ঘিরে ধরে টাকা ফেরতের দাবি করেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও টাকা হাতে না পাওয়া আমানতকারীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন গ্রামবাসীরাও। অভিযোগ এই সময় রাধেশ্যাম গিরিকে মারধরও করা হয়। পরে গ্রামবাসীরাই পুলিশ ডেকে আইকোর কর্তাকে পুলিশের হাতে তুলে দেন।
Leave a Reply