
তীব্র গতিতে চালান বেপরোয়া ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মন্দারমণির সমুদ্র সৈকতে মৃত্যু হল ৩ যুবকের। অন্য ১ যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ২টি গাড়িই দুর্ঘটনা জেরে দুমড়ে মুচড়ে যায়। এদিকে মন্দারমণির সমুদ্র সৈকতে মাত্র ২ মাসের ব্যবধানে পরপর ২টি মর্মান্তিক দুর্ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রের খবর, শনিবার ভোর ৪টে নাগাদ মন্দারমণির সমুদ্রতটে তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিলেন কলকাতার ৩ যুবক সুরজ দাশগুপ্ত, শিবরাজ নস্কর ও বৈভব রজনীশ। উল্টোদিক থেকেও তখন অন্য একটি গাড়ি তীব্র গতিতে আসছিল। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবরাজ, বৈভব ও সুরজের। অন্য গাড়িটিতে ৪ জন যুবক ছিলেন। তাঁদের মধ্যে ১ জন গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজনের দাবি, হোটেলে আসা পর্যটকদের একাংশ অনেক সময়ে মদ্যপান করে জোরে গাড়ি চালান। কিন্তু তা নিয়ে পুলিশ তেমন পদক্ষেপ করছে না বলেও দাবি করেন তাঁরা। মৃত ৩ যুবকের দেহ ময়না তদন্তে পাঠান হয়েছে।