মালদহ জেলা পরিষদ পকেটস্থ করল তৃণমূল। কংগ্রেসের খাসতালুকে জোড়াফুলের থাবা বসানোকে বড় সাফল্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। যেখানে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল ঝড় দেখেছে সারা বাংলা, সেখানেও মালদহ থেকে একটি আসনও জিততে পারেনি তৃণমূল। কংগ্রেসের সেই শক্তঘাঁটিতে তৃণমূলের সাফল্যকে চক্রান্ত বলেই ব্যাখ্যা করেছেন কংগ্রেস নেতৃত্ব। মালদহ জেলা পরিষদে মোট আসন এখন ৩৭টি। বোর্ডের দখল পেতে ম্যাজিক ফিগার ১৯। এদিন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে মালদহ জেলা পরিষদের ৮ বাম সদস্য ও ৫ কংগ্রেস সহাস্য তৃণমূলের যোগ দেন। বাইরে থেকে সমর্থনের কথা জানান সমাজবাদী পার্টির ২ সদস্যও। এছাড়া কংগ্রেসের দুর্গেশ সরকারও তৃণমূলে যোগ দিচ্ছেন বলে এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী। এই অবস্থায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ২২। ম্যাজিক ফিগার ১৯-এর চেয়েও তিনটি আসন বেশি। ফলে মালদহ জেলা পরিষদ যে তৃণমূলের হয়ে গেল তা বলাই বাহুল্য। যদিও জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, দল ভাঙার জন্য তৃণমূল চক্রান্ত করছে। তৃণমূল নোংরা খেলা খেলছে বলে অভিযোগ করেছে বাম নেতৃত্ব।
Read Next
November 21, 2024
রাজ্যে ১২ ডিগ্রিতে পারদ, তারমধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
November 5, 2024
৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, শীত কবে পড়ছে, কি বলছে আবহাওয়া দফতর
October 25, 2024
স্থলভাগে ঢুকে তাণ্ডব দেখাল ঘূর্ণিঝড় দানা, এ রাজ্যেও প্রভাব, কলকাতায় একটানা বৃষ্টি
October 19, 2024
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঘনাচ্ছে দুর্যোগ, কবে কেমন বৃষ্টি, মিলল পূর্বাভাস
Related Articles
Leave a Reply