
মন্দারমণির সমুদ্র সৈকতে বেপরোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ যুবকের মৃত্যুর পরদিন নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে দেওয়া হল বালুকাবেলায় গাড়ি চালানো। সোমবার দুপুরে পুলিশের তরফে নতুন করে জানানো হয়েছে কোনও গাড়িকে সমুদ্র সৈকতে আর নামতে দেওয়া হবে না। একটি রাস্তা সারানো হচ্ছে। তাই যদি সমুদ্র সৈকতের ওপর দিয়ে কোনও হোটেলে নেহাতই যেতে হয় তবে হোটেলের বুকিংয়ের নথি দেখাতে হবে। তখন গাড়িটিকে সমুদ্র সৈকতের ওপর দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। তবে নির্দিষ্ট জায়গা দিয়েই পৌঁছতে হবে গন্তব্যে। এদিকে মন্দারমণির সমুদ্র সৈকতে ২ মাসের মধ্যে পরপর ২টি গাড়ি দুর্ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ সামনে আসতেই প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়েছে। এদিন সরিয়ে দেওয়া হয়েছে মন্দারমণি থানার ওসি রাজু মণ্ডলকে। এদিকে রবিবার ভোরে যে গাড়িটির সঙ্গে ৩ বন্ধু গাড়ি নিয়ে রেস করছিল, সেই গাড়ির চালক দীপেশরঞ্জনকে সোমবার গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পেশ করা হলে জামিন পায় সে।