
২ দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ২ ব্যক্তির। ২ পক্ষেরই ১ জন করে দুষ্কৃতী প্রাণ হারিয়েছে। আহত বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধূতনপুরে। অভিযোগ এলাকা দখলকে কেন্দ্র দুই দুষ্কৃতী দলের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে কমবেশি লড়াই চলছিল। মঙ্গলবার সকালে সেটাই চরম আকার নেয়। অভিযোগ দু’পক্ষই এদিন তরোয়াল, বোমা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় প্রবল সংঘর্ষ। সংঘর্ষে দুপক্ষের ১ জন করে মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থা শান্ত হলেও এলাকার মানুষ বড় একটা ভরসা পাচ্ছেন না। তাঁদের আশঙ্কা এখানেই শেষ নয়। ফের এই ২ পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।