State

৯ ঘণ্টা রেল অবরোধ, হয়রান ‌যাত্রীরা

শনিবার ভোর ৫ টা ৪০ মিনিট। আচমকাই আসানসোল ডিভিশনের মদনভাট্টা স্টেশনে রেল লাইনের ওপর বসে অবরোধ শুরু করেন আদিম জনজাতি সংঘর্ষ সমিতির সদস্যরা। ঝাড়খণ্ডে সংরক্ষণ ইস্যুতে অবরোধ শুরু করেন তাঁরা। ‌যার জেরে থমকে ‌যায় রাজধানী সব ১১টি দুরপাল্লার ট্রেন। সমস্যার শিকার হন ‌যাত্রীরা। অবরোধকারীদের তোলার চেষ্টা হলেও তাতে বিশেষ ফল হয়নি।

এদিকে সময় ‌যত গড়াতে থাকে বিভিন্ন স্টেশনে ‌যাত্রীদের ভিড় ততই বাড়তে থাকে। আসানসোল থেকে সবকটি লোকাল ট্রেন বাতিল করা হয়। গয়া হয়ে ঘুরপথে নিয়ে আসার চেষ্টা শুরু হয় রাজধানীকে। অন্যান্য গাড়িরও রুট বদল করহা হয়। অবরোধের জেরে বাতিল করা হয় তুফান এক্সপ্রেস, হাওড়া-হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। পূর্বা এক্সপ্রেস বাতিল না হলেও তার রুট বদল করে রেল কর্তৃপক্ষ। এদিকে ৯ ঘণ্টা কেটে ‌যাওয়ার পর দুপুর ১টা ৪৫ মিনিটে অবরোধ উঠলেও অবস্থা স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে ‌যায়।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button