
মিষ্টিহাব তৈরি নিয়ে জটিলতা অনেকটাই কাটল। শনিবার আলিশা মৌজার কাছেই একটি জমি মিষ্টিহাবের জন্য চিহ্নিত করা হয়েছে। সেখানেই আগামী সোমবার থেকে হাব তৈরির কাজ শুরু হবে। এই জমিটি দীর্ঘদিন আদিবাসী একটি সংগঠনের হাতে ছিল। তাঁদের খাস জমি হিসাবে চিহ্নিত ছিল জমিটি। তাঁদের সঙ্গে কথা বলেই এই জমি হাতে নিচ্ছে স্থানীয় প্রশাসন। শনিবার জমিটি পরিদর্শনে আসেন বর্ধমানের জেলাশাসক ও সভাধিপতি। প্রথমে বামচাঁদ ও আলিশা মৌজার ১০ একরের কিছু বেশি জমি চিহ্নিত করে সেখানে জমি ঘেরার কাজ করতে যায় স্থানীয় প্রশাসন। কিন্তু শুরুতেই বাধার মুখে পড়তে হয় তাদের। রুখে দাঁড়ান কৃষকরা। কথা কানে যেতেই মুখ্যমন্ত্রী অন্য জমির খোঁজ করার নির্দেশ দেন। তারপরই শনিবার নতুন জমি চিহ্নিত করা হয়।