
সেলফি তুলতে গিয়ে সর্বনাশ নতুন নয়। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। অরিত্র গঙ্গোপাধ্যায়। চন্দননগরের ছেলে অরিত্র দুর্গাপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। পুলিশ সূত্রের খবর, গত রবিবার চিত্তরঞ্জনে এক বন্ধু বাড়িতে বেড়াতে যায় সে। তারপর সেখান থেকে বিকেলে ৩ বন্ধু মিলে হাজির হয় অজয় নদের ধারে। অজয়ের ধারে নিখাদ আড্ডায় ভরা একটা দুর্দান্ত বিকেল কাটানোর পরিকল্পনা ছিল তাদের। এদিকে বর্ষায় অজয় নদ এখন ফুঁসছে। প্রবল বেগে বয়ে চলেছে ঘোলা জলের স্রোত। আচমকাই অরিত্রর ইচ্ছে হয় খরস্রোতা নদীতে দাঁড়িয়ে সেলফি তুলবে সে। একা নয়, এই অ্যাডভেঞ্চার সেলফিতে তার সঙ্গী হয় আর এক বন্ধু সঞ্জয় দে। অজয়ের প্রবল স্রোতের মাঝখানে দাঁড়িয়ে সেই সেলফিই তাদের সর্বনাশ ডেকে আনল। প্রবল স্রোতে টাল রাখতে না পেরে দুজনেই ভেসে যায় জলে। পরে সঞ্জয়কে উদ্ধার করা সম্ভব হলেও একদিন কেটে যাওয়ার পরও খোঁজ নেই অরিত্রর। তাকে উদ্ধার করতে সোমবার সবরকম চেষ্টা চালান বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।