
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয়ে গেল গোয়ালতোড়ে জঙ্গাল সাফাইয়ের কাজ। গোয়ালতোড়ের প্রায় হাজার একর জমিতে গাড়ি কারখানা গড়ার জন্য সিঙ্গুরের মঞ্চ থেকে খোলাখুলি টাটাদের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে টাটারা কী ভাবছে তা এখনও পরিস্কার নয়। তবে নিজেদের দিক থেকে সবরকম প্রস্তুতি সম্পূর্ণ করে রাখতে চাইছে রাজ্য সরকার। তাই গোয়ালতোড়ে পাট চাষের গবেষণার জন্য বরাদ্দ জমিতে শুরু হয়েছে আগাছা সাফাইয়ের কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জোরকদমে সাফাই শুরু হয়। এখানে প্রায় হাজার একর জমির ১০০ একরের মত পাট গবেষণার জন্য ছেড়ে বাকি জমি বেশ কিছুদিন আগেই রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্কের আওতায় নিয়ে এসেছে বর্তমান সরকার। সেই জমিই এখন টাটাদের গাড়ি কারখানা গড়ার জন্য অফার করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে সাফাইয়ের কাজের পাশাপাশি অন্যান্য ভাবনা চিন্তাও শুরু করেছে প্রশাসন। সূত্রের খবর, এখানে কংসাবতী থেকে খাল কেটে জলের পর্যাপ্ত ব্যবস্থা করা বা সড়ক নির্মাণ নিয়েও ভাবছে সরকার। এছাড়া পুরো এলাকা জুড়ে একটি পাঁচিল দেওয়ার কাজও দ্রুত শুরু করতে চলেছে প্রশাসন।