
পুরুলিয়ার বলরামপুর থেকে গ্রেফতার হল ২ মাওবাদী। পুলিশ সূত্রের খবর, ২ জনেই অযোধ্যা পাহাড়ের মাওবাদী স্কোয়াডের সক্রিয় সদস্য। ধৃতদের নাম কবিতা ঘড়ুই ও পঞ্চানন মাহাত। অস্ত্র আইনে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে খুনেরও অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন ধরেই এদের খোঁজ করছিল পুলিশ। অবশেষে মিলল সাফল্য। পুলিশ সূত্রের খবর, ধৃত কবিতা ঘড়ুই নন্দীগ্রাম আন্দোলনেও সক্রিয়ভাবে যুক্ত ছিল। এদিকে কিছুদিন আগেই বিনপুর থেকে উদ্ধার হয়েছে ল্যান্ডমাইন। তবে কী ফের রাজ্যে মাথা চড়া দিচ্ছে মাওবাদী সক্রিয়তা? রাজ্যের সীমান্তবর্তী জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ কিষেণজির মৃত্যুর পর অনেকটাই থমকে গিয়েছিল। সেই অবস্থা কী তবে বদলাতে চলেছে? আবার কী মাথা চাড়া দিচ্ছে মাওবাদীরা? প্রশ্ন উঠতে শুরু করেছে।