
রবিবার রাতে বর্ধমানের কালনায় একটি মেলা দেখতে গিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্রীটি। কিন্তু সেই মেলা দেখার রাত যে তার জন্য এমন ভয়ংকর হবে তা বোধহয় তার জানা ছিলনা। অভিযোগ, মেলা থেকেই তাকে তুলে নিয়ে যায় ৪ কিশোর। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করে তারা। তারপর পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ১ নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৩ জনের খোঁজে তল্লাশি চলছে।