
মঙ্গলবার সকালে একসঙ্গে আলোচনায় বসেছিলেন সকলে। বাবা, মা, দুই ছেলে ও ভাগ্নে। আলোচনার বিষয় ছিল সম্পত্তির ভাগ বাটোয়ারা। আলোচনা করেই তা স্থির করার চেষ্টা চলছিল। পুলিশ সূত্রের খবর, আলোচনার মধ্যেই হঠাৎ মারমুখী হয়ে ওঠে রায় পরিবারের বড় ছেলে লক্ষ্মীকান্ত রায়। অভিযোগ, আচমকাই সে একটি ধারালো অস্ত্র নিয়ে বাবা, মা, ছোট ভাই ও পিসতুতো ভাইকে যথেচ্ছ কোপাতে শুরু করে। অতর্কিত আক্রমণে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সকলে। ঘটনাস্থলেই বাবা গণেশ রায়ের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন মা অলকা রায়, ছোট ছেলে শ্রীকান্ত রায় ও ভাগ্নে রণজিৎ মণ্ডল। হাওড়ার হাঁসখালি এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্ত বড়ছেলেকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানা।