
বৃহস্পতিবার স্কুলে বেরিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্র শুভদীপ ঘোষ। কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরেনি। ফলে আত্মীয় পরিজন থেকে বন্ধুবান্ধব, সকলের বাড়িতেই কড়া নাড়েন পরিবারের লোকজন। কিন্তু ফল হয়নি। রাত পর্যন্ত শুভদীপের খোঁজ না মেলায় অগত্যা পুলিশে নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। এরপর শুক্রবার সকালে খোঁজ মেলে ঠিকই। তবে মৃত অবস্থায়। তাও আবার জনবসতির বাইরে জঙ্গলের ধার ঘেঁষা একটি কুয়োর মধ্যে। কুয়ো থেকে শুভদীপের দেহ উদ্ধারের পর তার গলায় ফাঁসের দাগ দেখা যায়। ফলে পুলিশের প্রাথমিক অনুমান শুভদীপকে কেউ বা কারা শ্বাসরোধ করে খুন করেছে। এদিকে এই মৃত্যুর প্রতিবাদে বেশ কিছুক্ষণ চন্দ্রকোণা-ঘাটাল রোড অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।