
মত্ত অবস্থায় মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের মারধরের অভিযোগে ৬ পর্যটককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মন্দারমণিতে। পুলিশ সূত্রের খবর, গত সোমবার মন্দারমণিতে হাজির হয় ৭ পর্যটক। যারমধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা। অভিযোগ মত্ত অবস্থায় তারা মন্দারমণির সমুদ্রে নামতে গেলে তাদের আটকান স্থানীয় কয়েকজন নুলিয়া। তাতে উত্তেজিত হয়ে পড়েন ওই মত্ত পর্যটকেরা। নুলিয়াদের দিকে তেড়ে এলে কী হয়েছে তা দেখতে কোস্টাল থানা থেকে এগিয়ে আসেন কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও মহিলা পুলিশ। অভিযোগ পুলিশ আটকাতে গেলে তাঁদের ওপরও চড়াও হয় ওই পর্যটকেরা। কোনওক্রমে তাদের টেনে হোটেল অব্দি নিয়ে যাওয়া হলে সেখানেও তাণ্ডব অব্যাহত রাখে তারা।
৭ জনের মধ্যে মহিলা পুরুষ মিলিয়ে ৬ জন পর্যটক মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি হোটেলের ম্যানেজারের ওপরও ঝাঁপিয়ে পড়ে। মারের চোটে হোটেল ম্যানেজারের মাথা ফেটে যায়। সে সব ছবিই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরা। পরে ৬ পর্যটককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার কাঁথি আদালতে তোলা হয়। আদালত ধৃত দুই মহিলাকে জামিনে মুক্তি দিলেও পুরুষদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।