
আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার কদমতলা বাজার। শনিবার কাক ভোরে বাজারে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। একে একে হাজির হয়ে দমকলের ১০টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন ছড়ায়। দমকলের দাবি, বাজারে সেভাবে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে ভোরে হাওড়ার এই পুরানো বাজারে আগুনের খবরে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় বহু মানুষ ভীত হয়ে পড়েন। দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও বাজারের প্রায় পুরোটাই পুড়ে গেছে।