
অভুক্ত সন্তানদের খাবার দেওয়ার আর্জি জানিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। সুইসাইড নোটে তিনি এই আর্জি জানিয়ে গেছেন। তাঁর অনুরোধ, আত্মহত্যার পর তাঁর যেসব অঙ্গ মিলবে তা বিক্রির বিনিময়ে প্রাপ্ত অর্থ দিয়েও যেন তাঁর সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়া হয়। অসহায় পিতার অন্তিম অনুরোধের কথা সামনে আসতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার সকালে হাওড়ার বেণীমাধব লেনের বাড়িতে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি চরম আর্থিক অনটনের মধ্যে বেশ কিছুদিন ধরে কাটাচ্ছিলেন। মানসিক অবসাদেও ভুগছিলেন।