State

প্রবল বৃষ্টিতে বেহাল উত্তর

প্রবল বৃষ্টিতে বেহাল দার্জিলিং। উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে বৃষ্টিতে। উপরি পাওনা ধস! যার জেরে আপাতত বন্ধ সিকিম-দার্জিলিং রুট। গত বুধবার রাতেই একটানা বৃষ্টির জেরে কালিঘোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। বিচ্ছিন্ন হয়ে যায় পাহাড়ি রাস্তা। আটকে পড়েন পর্যটকেরা।

বৃহস্পতিবার সকালে ধস সরিয়ে রাস্তা চলাচলযোগ্য করে তোলার চেষ্টা শুরু করে পূর্ত দফতর। কিন্তু সেই চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের প্রবল বৃষ্টি নামায় কাজ মাঝপথেই বন্ধ করতে বাধ্য হন পূর্ত আধিকারিকরা। ফলে পর্যটকরা যে তিমিরে সেই তিমিরেই থাকেন। যদিও ঘুরপথে তাঁদের শিলিগুড়ি ফেরানো শুরু হয়েছে। এদিকে সকাল থেকেই প্রবল বৃষ্টিতে পর্যুদস্ত দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গ। দার্জিলিং-এ রাস্তাঘাট ঝাপসা করে এদিন বৃষ্টি হয়েছে দফায় দফায়। বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় প্রবল যানজটের সৃষ্টি হয়। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন এলাকা প্রবল বৃষ্টিতে বানভাসি চেহারা নিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন মানুষজন। ক্রমশ বাড়ছে নদীগুলির জলস্তর।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button