জুয়ার ঠেক চলছিল বেশ কিছুদিন ধরেই। তারই প্রতিবাদ করে বৃহস্পতিবার সকালে এগিয়ে যান এক যুবক। কিন্তু সেই প্রতিবাদের মাশুল তাঁকে তখনই কড়ায় গণ্ডায় দিতে হয়। অভিযোগ মোটা বাঁশ দিয়ে তাঁকে পেটাতে শুরু করে জুয়ার ঠেকের মাতব্বররা। এভাবে এক প্রতিবাদীকে মার খেতে দেখে ছুটে আসেন গ্রামবাসীরা। হয়তো ভেবেছিলেন একা একজন প্রতিবাদীকে মারতে পারলেও, গ্রামবাসীদের একজোট প্রতিবাদ দেখে চম্পট দেবে জুয়ার ঠেকের দুষ্কৃতীরা।
কিন্তু গ্রামবাসীদের মিলিত প্রতিবাদ দেখে ভয় পাওয়া তো দূরের কথা, গ্রামবাসীদের লক্ষ্য করে শুরু হয় গুলি বর্ষণ। বৃহস্পতিবার সকালে জুয়ার ঠেকের দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে একের পর এক লুটিয়ে পড়েন গ্রামবাসীরা। মুহুর্তে আতঙ্ক ছড়ায়। এখানেই শেষ নয়, প্রতিবাদে মুখর গ্রামবাসীদের বেশ কয়েকজনের বাড়িতে ভাঙচুরও চালায় দুষ্কৃতীরা। তারপর এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। জুয়াড়িদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ ৪ গ্রামবাসীকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। এলাকায় সন্ধের পরও চাপা উত্তেজনা রয়েছে।